দুহাজার কুড়ি তুমি - Poem by Aranya Biswas - Being-Inkspired

Latest

Being-Inkspired is an online self-published website, focusing on business, investments, equity research, mutual fund research, technology, entrepreneurship, health and fitness, and lifestyle.

Sunday, July 19, 2020

দুহাজার কুড়ি তুমি - Poem by Aranya Biswas




দুহাজার কুড়ি তোমায় স্বাগত জানিয়েছিলাম বহু আশায়,
দুহাজার ঊনিশের শেষে যখন আমি পরিপূর্ণ হতাশায়।

দুহাজার কুড়ি তোমায় নিয়ে স্বপ্ন ছিল কত শত,
নিউ ইয়ার পার্টি দেখে বাবা বলেছিল, "আদিখ্যেতা যত!"।

বাবা সেদিন ভুল বলেনি, ভুল ছিলাম আমি,
সবক্ষেত্রেই দেখি দিনের শেষে বাবার কথাই দামি।

নতুন বছর ভেবেছিলাম হবে স্বপ্ন আলোয় ভরা,
কে তা জানতো তুমি যে আনবে ব্যাধি আর জ্বরা।

মহামারীর করাল আঘাতে মানুষের অন্তিম হাহাকার,
শুনতে কি পাও দুহাজার কুড়ি তোমাকে জানাই ধিক্কার!

কত মায়ের কোল হল খালি, কেও হারালো প্রিয়জন,
দুহাজার কুড়ি, খুব কি ছিল এই উপহার প্রয়োজন?

কত যে পরিযায়ী শ্রমিক, পায়ে হেঁটে ফিরছে বাড়ি,
কত শিশুর নষ্ট শৈশব, কত বাড়িতে চড়েনি হাঁড়ি।

কত যে ডায়ালিসিস রোগী অথবা ক্যান্সার আক্রান্ত,
লকডাউনে তাদেরও করেছ ক্ষতি, এবার তো হও শান্ত।

গৃহবন্দি আজ, অসহায় মোরা, রিক্ত, শুন্য, বিপর্যস্ত,
আমরা খারাপ আছি জেনেই বোধহয় তুমি আস্বস্ত।

দুহাজার কুড়ি, তোমায় স্বাগত জানিয়েছিলাম বহু আশায়,
মানুষ তোমার চেয়েছিল অনেক ভালোবাসায়।

ভেবেছিলাম তোমার শুভলগ্নেই হবে বিশে বিশে বিষক্ষয়।
ক্লেশ, জ্বরা, ব্যাধি, যেটুকু ছিল সবার বিরুদ্ধে হবে জয়।

ভুল ছিলাম আমি আনলে তুমি মহামারির প্রকোপ,
শুধু মহামারী নয় উপরি পাওনা ছিল ঝড়ের দাপট।

ঝড়ের শেষে দেখেছি আমার শহরে আজ ক্ষত,
উগরে যেন দিয়েছো আঘাত ইচ্ছে ছিল যত।

জানিনা কবে শান্ত হবে, প্রসন্ন হবে তুমি
প্রকৃতির কাছে অসহায় মোরা, ভালো থাকাটাই দামি।  

••••••••••••••••••••
© Aranya Biswas
21st May, 2020
Best Headphones

No comments:

Post a Comment

Please don't comment anything that violates our community standards

Latest News